সুসংবাদ

যীশু খ্রিস্টের

৫টি সহজ ধাপে

1

স্বর্গ একটি বিনামূল্যের উপহার
একে অর্জন করা বা এর জন্য যোগ্য হওয়া যায় না

*

কল্পনা করুন যে এটি আপনার জন্মদিনের সকাল। আপনার মা আপনাকে দামি উপহার দিয়ে বিস্মিত করে দিলেন- সবথেকে নতুন আইফোন দিয়ে। “ওহ! ধন্যবাদ মা!“ আপনি বললেন। তারপর আপনি আপনার পকেটে হাত ঢুকালেন আপনার মাকে কিছু টাকা দেবার জন্য। আপনি যদি এর দাম পরিশোধ করেন, তবে এটি কোন পুরস্কার হবে কি? হবে না। এছাড়াও, মাকে টাকা পরিশোধ করলে তা তাঁর জন্যও অপমানজনক হবে।

অথবা ধরুন একজন বাবা তার কিশোরী কন্যাকে তার বিদ্যালয়ে কঠোর পরিশ্রম করার জন্য উৎসাহিত করতে চান তাই তিনি তাকে বললেন, “যদি এই বছর তুমি সব ক’টিতে এ গ্রেড পাও তবে আমি ক্রিসমাসে তোমাকে একটি কার কিনে দেব।”

বছর শেষে সে সব কিছুতে এ গ্রেড পেল এবং, তাঁর কথার প্রতি সৎ হওয়ার কারণে, তিনি তাকে একটি গাড়ি কিনে দিলেন। এটি কোন উপহার হল? না। এটি আসলে একটি কাজের দক্ষতার পরিবর্তে পুরস্কার মাত্র।

একটি উপহার অবশ্যই মুক্ত হস্তে দিতে এবং মুক্ত হস্তে গ্রহণ করতে হবে। যদি আপনাকে অর্থ পরিশোধ করতে হয়, বা এর পরিবর্তে কিছু করতে হয়- তবে সেটি কোন উপহার নয়।

পবিত্র বাইবেল আমাদেরকে বলে যে স্বর্গ (পরলোক জীবন) একটি বিনামূল্যের উপহার।

কারণ ঈশ্বরের অনুগ্রহের দ্বারা বিশ্বাসের মধ্য দিয়ে তোমরা উদ্ধার পেয়েছ৷ বিশ্বাস করাতেই তোমরা সেই অনুগ্রহ পেয়েছ৷ তোমরা নিজেরা নিজেদের উদ্ধার কর নি; কিন্তু তা ঈশ্বরের দানরূপে পেয়েছ৷ তোমাদের নিজেদের কর্মের ফল হিসেবে তোমরা উদ্ধার পাও নি, তাই কেউই গর্ব করে বলতে পারে না যে সে তার নিজের দ্বারা উদ্ধার পেয়েছে৷

ইফিশীয় ২:৮-৯

কারণ পাপ যে মজুরি দেয়, সেই মজুরি হল মৃত্যু৷ কিন্তু ঈশ্বর অনুগ্রহ করে যা দান করেন সেই দান হল আমাদের প্রভু খ্রীষ্ট যীশুতে অনন্ত জীবন৷

রোমান ৬:২৩

স্বর্গে কারোর একটি স্থানের অধিকার নেই। এবং কেউ একটি স্থান অর্জন করতে পারবেন না।

এর কারণ হল…

2

মানুষ মাত্রই পাপী
সে আত্মরক্ষা করতে পারে না।

*

মনে করুন আপনি একটু ওমলেট তৈরি করছিলেন যেটিতে ছ’টি ডিমের প্রয়োজন। একটা একটা করে আপনি প্রত্যেকটি ডিম ভাঙলেন এবং একটি বাটিতে ডিমের কুসুম রাখলেন। আপনি শেষেরটাতে পৌঁছলেন, এটিকে ভাঙলেন এবং এতে রাখলেন। হঠাৎ আপনি আপনার মাথা ঘোরালেন এবং নাক চেপে ধরলেন। শেষের ডিমটি পচা ছিল।

পুরোটা ফেলে দেয়া ছাড়া আপনার আর কোন উপায় নেই। যদিও বাটিতে আরও পাঁচটি ডিম আছে, একটি খারাপ ডিমের জন্য সবকিছু খারাপ হয়ে গেল।

ঠিক যেভাবে একটি খারাপ ডিমের জন্য আপনি একটি বাজে ওমলেট আপনার পরিবারের কাছে পরিবেশন করবেন না, তেমনিভাবে আমরা আপনার জীবনে একজন পবিত্র ঈশ্বরকে আনতে পারবেন না যেখানে একটি মাত্র পাপও উপস্থিত থাকবে এবং তিনি এই দোষ মেনে নেবেন বলে মনে হয় না।

ঈশ্বরের মাত্রা অতি উঁচু। তাঁর জন্য, ক্রোধ খুনের সামিল; একটি লোভী চিন্তা পরকীয়া করবার মতই সামিল। পাপ শুধুমাত্র আমরা যা করি তা নয়-তবে আমরা যা কিছু ভাবি, বলি, করি বা করতেই চাইনা তা ঈশ্বরের যথাযথ মানের সাথে সমকক্ষ হতে ব্যর্থ হয়।

সকলেই পাপ করেছে এবং ঈশ্বরের মহিমা থেকে বঞ্চিত হয়েছে৷

রোমান ৩:২৩

“কিন্তু আমি একজন ভাল ব্যক্তি।” আপনি হয়ত এমনটাই ভাবছেন। “আমার পরিবারের দেখাশোনা করি। আমার কমিউনিটিতে স্বেচ্ছা সেবক হিসেবে কাজ করি। আমি চুরি করি না বা কারো মনে দুঃখ দেই না। নিশ্চিতভাবে আমি স্বর্গে যাচ্ছি?”

আপনি যদি স্বর্গে যাওয়ার জন্য একটি ভাল জীবনযাপনের চেষ্টা করেন, তবে ঠিক এতটাই ভাল, যীশু বলেছেন, আপনাকে হতে হবে:

তাই তোমাদের স্বর্গের পিতা যেমন সিদ্ধ তোমরাও তেমন সিদ্ধ হও৷

ম্যাথিউ ৫:৪৮

স্বর্গে যাওয়ার মাপদন্ড হল চিন্তা ও প্রয়োজন সবদিক দিয়ে নিখুঁত হওয়া। সংক্ষেপে, আপনাকে ঈশ্বরের মতই ভাল হতে হবে।মানুষের জন্য এই মাপের উচ্চতায় পৌঁছনো অসম্ভব।

এছাড়াও, ভাল কাজ আমাদেরকে রক্ষা করতে পারবে না কারণ…

3

ঈশ্বর ভালবাসা ও ন্যায় উভয়ই করেন।

*

মনে করুন একজন মরিয়া লোক ব্যাংক ডাকাতি করার সিদ্ধান্ত নিলেন। তিনি টেলারের কাছে গেলেন, তার দিকে একটি বন্দুক বাগিয়ে ধরলেন এবং ভয় দেখিয়ে টাকার দাবি করলেন।

ভীত টেলার তার হাতে এটি দিয়ে দেন।

তিনি একটি আবর্জনার ব্যাগে টাকা ভরে নেন এবং বেরোনোর পথের দিকে ধাওয়া করেন। কিন্তু যেতে গিয়ে তিনি কার্পেটে হোঁচট খান ও জোরে পড়ে যান, তার বন্দুকটিও পড়ে যায়। ব্যাংক নিরাপত্তারক্ষী তাকে ধরে ফেলেন।

আদালতে যখন বিচারক ডাকাতকে জিজ্ঞেস করলেন, “তুমি নিজের সম্পর্কে কি বলতে চাও?”

“দোষী,” সে নরম সুরে বলল। তার কাছে আর কোন উপায় নেই। তার বিরুদ্ধের প্রমাণ একেবারে প্রত্যক্ষ।

“মহামান্য বিচারক,” ডাকাত বলতে থাকেন, “এটি আমার প্রথম অপরাধ। আমি কাউকে আঘাত করিনি। ব্যাংক সকল টাকা ফেরত পেয়েছে। অনুগ্রহ করে আমি যা করেছি আপনি কি তা ভুলে গিয়ে আমাকে ছেড়ে দেবেন?”

বিচারক যদি ডাকাতকে ছেড়ে দেন তাহলে কি এটি তার ন্যায় বিচার করা হবে? না তিনি করতে পারবেন না। বিচারক আইনের সাথে থাকবেন এবং আইনের প্রয়োজনে ডাকাতির অপরাধে দোষী একজন ব্যক্তিকে শাস্তি অবশ্যই প্রদান করতে হবে।

যেকোন মানব বিচারকের থেকে ঈশ্বর আরও বেশি ন্যায়পরায়ণ। তিনি আমাদের পাপকে কখনোই আমাদের থেকে রেহাই দিতে পারেন না এবং করবেনও না।

…ঈশ্বর স্বয়ং হলেন ভালবাসা৷

১ জন ৪:৮

কিন্তু তবু তিনি দোষীদের শাস্তি দিতে ভোলেন না

যাত্রাপুস্তক ৩৪:৭

এটিই হল দ্বিধা: ঈশ্বরই হলেন ভালবাসা এবং তিনি আমাদেরকে শাস্তি দিতে চান না। কিন্তু ঈশ্বর ন্যায়শীলও বটে এবং তিনি অবশ্যই আমাদের পাপের জন্য আমাদেরকে শাস্তি দেবেন।

ঈশ্বর এই সংশয়টির মীমাংসা যীশুকে পাঠিয়ে করিয়েছেন…

4

যীশু ঈশ্বর ও মানুষ
আমাদের পাপের জন্য তিনি শাস্তি পেয়েছেন।

*

যীশু মানব শরীরে ঈশ্বর ছিলেন। তিনি শুধুমাত্র একজন মানুষ, একজন পয়গম্বর বা একজন শিক্ষকের সমকক্ষ ছিলেন না।

আদিতে বাক্যছিলেন, বাক্য ঈশ্বরের সঙ্গে ছিলেন আর সেই বাক্যই ঈশ্বর ছিলেন….বাক্য মানুষের রূপ ধারণ করলেন এবং আমাদের মধ্যে বসবাস করতে লাগলেন৷ পিতা ঈশ্বরের একমাত্র পুত্র হিসাবে তাঁর যে মহিমা, সেই মহিমা আমরা দেখেছি৷ সে বাক্য অনুগ্রহ ও সত্যে পরিপূর্ণ ছিলেন৷

জন ১:১, ১৪

ঈশ্বর আমাদেরকে ভালবাসেন কিন্তু তিনি আমাদের পাপকে ঘৃণা করেন। তিনি আমাদের সাথে একটি গভীর আন্তরিক সম্পর্কের আকাঙ্ক্ষা করেন। কিন্তু আমাদের পাপ হল সেই দেয়াল যা আমাদেরকে তার কাছ থেকে আলাদা করে রাখে।

এই সমস্যার সমাধান করতে, ঈশ্বর আমাদের সকল পাপকে নিয়ে নিয়েছেন- অতীতের পাপ, বর্তমানের পাপ এবং ভবিষ্যতেরও সকল পাপ- এবং সেগুলিকে যীশুর উপরে দিয়ে দিয়েছেন। তারপর, তিনি যীশুকে আমাদের পাপের জন্য শাস্তি দিয়েছেন।

আমরা সবাই হারিযে যাওয়া মেষের মত ঘুরে বেড়িয়েছিলাম| আমরা সবাই আমাদের নিজেদের পথে গিয়েছিলাম যখন প্রভু আমাদের সব শাস্তি তাকে দিয়ে ভোগ করাচ্ছিলেন|

ইসাইয়াহ ৫৩:৬

যীশুকে বর্বর মানুষদের হাতে তুলে দেয়া হয় যারা তাকে মারধর করে ও অপদস্ত করে। তাকে ঘুসি , থাপ্পড় মারা হয় ও তার উপর থুথু ফেলা হয়। চাবুক দিয়ে পিটিয়ে তাঁর মাংস ক্ষতবিক্ষত করে দেয়া হয়-চাবুকটির আগা একটি ধাতব অংশ দিয়ে তৈরি ছিল।

লোকগুলো যখন তাঁর দিকে তাকিয়ে হাসছিল, তখন তাঁর মাথায় একটি কাঁটার মুকুট পরিয়ে দেয়া হয়। তারপর, ক্রুশ কাঠে পেরেক বিদ্ধ করে দেয়া হয়।

অবশেষে, যখন তিনি সর্বশেষ পাপের প্রায়শ্চিত্ত করলেন তখন যীশু বললেন, “টেটেলেস্টাই”। একটি পুরোনো ব্যবসায়িক শব্দ যার অর্থ হল: দাম মেটানো হল।

যীশু মৃত্যু বরণ করলেন। কিন্তু তিনদিন পর ঈশ্বর তাঁকে মৃতদের মধ্য থেকে উঠিয়ে আনলেন।

এর অর্থ হল আপনার পাপের শাস্তি ইতোমধ্যেই হয়ে গেছে। সেগুলি শুধুমাত্র আপনার শরীরেই শাস্তি প্রাপ্ত হয় নি।

যীশু ক্রুশবিদ্ধ হয়ে মারা যান এবং মৃতদের মধ্য থেকে উঠে আসেন আমাদের পাপের শাস্তি পরিশোধ করার জন্য ও স্বর্গে আমাদের জন্য একটি জায়গা কেনার জন্য। এমন একটি জায়গা যেটি তিনি আমাদেরকে বিনামূল্যের উপহার হিসেবে দিতে চান।

ঠিক যেভাবে সাবান আছে কিন্তু এটি শুধু মাত্র আমাদের ব্যবহারের মাধ্যমে আমাদের শরীরকে পরিষ্কার করে- তেমনি উপহারটি আছে কিন্তু আমরা যদি এটিকে গ্রহণ করি তবেই আমরা এর দ্বারা উপকৃত হব।

উপহারটি বিশ্বাসের মাধ্যমে গ্রহণ করা হয়…

5

বিশ্বাসই হল চাবিকাঠি
যেটি স্বর্গের দরজা খুলে দেয়া হয়।

*

একটি গোলাকার লাইফ প্রিজারভার দেয়ালে ঝুলছে।

আমার ব্যাংক একাউন্টে লগ ইন করতে হলে আমাকে একটি পাসওয়ার্ড বসাতে হয়।আমি বহু পাসওয়ার্ড দিয়ে চেষ্টা করতে পারি। কিন্তু শুধুমাত্র সঠিক পাসওয়ার্ডটিই কাজ করবে। বিশ্বাস ধরে রাখা হল স্বর্গের তালা খুলে দেয়ার একমাত্র পাসওয়ার্ড।

বিশ্বাস ধরে রাখার অর্থ কি?

একজন বিজ্ঞানী জল সম্পর্কে বহু তথ্য জানতে পারেন, কিন্তু যদি তিনি মরুভূমির মধ্য দিয়ে তৃষ্ণার্ত হয়ে হামাগুড়ি দিতে থাকেন, তার মাথার জ্ঞান তাকে রক্ষা করতে পারবে না। তার জল পান করার প্রয়োজন। ঈশ্বর আছেন এই মাথার জ্ঞান বিশ্বাস ধরে রাখার সামিল নয়।

বেড়াতে যাওয়ার আগে আমরা সুরক্ষার জন্য ঈশ্বরের কাছে প্রার্থনা করতে পারি বা পরীক্ষা দেয়ার আগে আমরা তাঁর সাহায্য চাইতে পারি। শুধুমাত্র প্রয়োজনের সময়ে বা সমস্যায় পড়লে ঈশ্বর মুখী হওয়ার অর্থ হচ্ছে যে এটি সাময়িক বিশ্বাস।

বিশ্বাস ধরে রাখা মানে মাথার বুদ্ধি নয় যে ঈশ্বর আছেন, বা এটি কোন সাময়িক বিশ্বাস নয়। সত্যিকারের বিশ্বাস ধরে রাখা হল অনন্তকালের জীবনের জন্য শুধুমাত্র যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখা।

পরে তাঁদের বাইরে নিয়ে এসে বললেন, ‘মহাশয়েরা, উদ্ধার পেতে হলে আমায় কি করতে হবে?’
তাঁরা বললেন, ‘প্রভু যীশুর ওপর বিশ্বাস করুন, তাহলে আপনি ও আপনার গৃহের সকলেই উদ্ধার লাভ করবেন৷’

অ্যাক্টস ১৬:৩০-৩১

ভাবুন আপনি নৌকা বাইছেন। আপনি বেশ ভয়ানক ঝড়ের মধ্যে পড়ে গেলেন। বড় বড় ঢেউ আপনার ছোট নৌকাটির উপর আছড়ে পড়ছে। এর মধ্যে একটি ঢেউ নৌকাকে ডুবিয়ে দিল এবং আপনি এক খন্ড কাঠের টুকরোকে মরিয়া হয়ে আঁকড়ে ধরে বরফ জলে পড়ে থাকলেন।

একটি জাহাজ আপনাকে দেখতে পায় ও তাড়াতাড়ি আপনার কাছে চলে আসে। ক্যাপ্টেন হ্যান্ডরেইলিঙের কাছে চলে আসেন ও চিৎকার করে বলেন, “ওহে! আমি তোমাকে একটি লাইফ প্রিজারভার পাঠাচ্ছি। ধর এটাকে! আমরা তোমাকে নিরাপদে টেনে আনব।”

একই ভাবে, ঈশ্বর আমাদেরকে আমাদের পাপেই ডুবতে দেখেন। আমরা নিজেদেরকে বাঁচাতে অক্ষম। তাই তিনি আমাদেরকে ডাক দেন, “আমি ইতোমধ্যে তোমাদেরকে একটি লাইফ প্রিজারভার দিয়েছি। তাঁর নাম হল যীশু। কাঠের টুকরোটিকে যেতে দাও। তাঁকে আঁকড়ে ধর ও আমি তোমাকে নিরাপদে টেনে নেব।”

আমাদেরকে অবশ্যই বেছে নিতে হবে- হয় একটা কাঠের টুকরো আঁকড়ে থাকতে হবে (নিজেদেরকে বাঁচানোর জন্য) বা এটিকে যেতে দিতে হবে এবং যীশুর উপরে আমাদেরকে রক্ষা করার জন্য বিশ্বাস করতে হবে।

যীশু হলেন অনন্ত জীবনের একমাত্র পথ। তাঁর ঈশ্বর হলেন একমাত্র লাইফ প্রিজারভার। অনন্ত জীবনের উপহার পেতে হলে আমাদেরকে শুধুমাত্র যীশু খ্রিস্টের উপর বিশ্বাস রাখতে হবে।

আপনি কি এসব কথা বুঝতে পারছেন?

*

আপনি এটি কাকতালীয়ভাবে পড়ছেন না। ঈশ্বর আপনাকে ভালবাসেন। তিনি আপনার পাপের জন্য ক্ষমা করতে চাইতে পারেন ও তার পরিবারে একটি জায়গা দিতে পারেন।

আপনি কি অনন্ত জীবনের উপহারটি পেতে চান?

কোন জটিল আচার বিচার অনুসরণ করতে হবে না। এই উপহারটি শুধু চাইলেই পাওয়া যায়।

আপনার উত্তর যদি হ্যাঁ হয়, তবে অনুগ্রহ করে নিম্নোক্ত প্রার্থনাটি বলুন:

প্রিয় যীশু, আমি একজন পাপী। আমি আপনার অনন্ত জীবনের বিনামূল্যের উপহারটি পেতে চাই। আমি বিশ্বাস করি যে আপনি ঈশ্বরের পুত্র। আমি বিশ্বাস করি যে আপনি আমার পাপের জন্য মৃত্যু বরণ করেছেন। আমি বিশ্বাস করি যে আপনি মৃতদের মাঝ থেকে উঠে এসেছিলেন। আমি শুধুমাত্র আপনার উপরে বিশ্বাস করাকে বেছে নিয়েছি। অনন্ত জীবনের বিনামূল্যের উপহারটির জন্য আপনাকে ধন্যবাদ যীশু। আমেন।

আপনি এইমাত্র যা করলেন তার জন্য যীশু এটি বললেন:

আমি তোমাদের সত্যি বলছি, যে কেউ বিশ্বাস করেছে সেই অনন্ত জীবন পেয়েছে৷

জন ৬:৪৭

এর অর্থ হল আমরা বিশ্বাস করা মাত্রই অনন্ত জীবন পেয়ে যাই। কারণ আপনি বিশ্বাস করেছেন, তাই আপনি এটি পেয়েছেন।

কিন্তু কিছু লোক তাঁকে গ্রহণ করল এবং তাঁকে বিশ্বাস করল৷ যাঁরা বিশ্বাস করল তাদের সকলকে তিনি ঈশ্বরের সন্তান হবার অধিকার দান করলেন৷ ঈশ্বরের এই সন্তানরা প্রাকৃতিক নিয়ম অনুসারে কোন শিশুর মতো জন্ম গ্রহণ করে নি৷ মা-বাবার দৈহিক কামনা-বাসনা অনুসারেও নয়, ঈশ্বরের কাছ থেকেই তাদের এই জন্ম৷

জন ১:১২-১৩

আপনি এখন ঈশ্বরের পরিবারের অংশ। আপনি যা করুন না কেন এর কোন পরিবর্তন হবে না- একবার একটি শিশুর জন্মের পর, সে আর জন্মের আগের অবস্থায় ফিরে যেতে পারে না।

আপনার অতীত, বর্তমান ও ভবিষ্যতের পাপকে ক্ষমা করা হয়েছে। ঈশ্বরের চোখে আপনি আছেন, এবং সর্বদাই থাকবেন, আলোর মত খাঁটি। ঠিক যীশুর মত।

আপনি আর ভয়ের কাছে দাস হয়ে থাকবেন না…

পিতার কোলে একটি শিশু।

আপনি ঈশ্বরের

একজন সন্তান